বিরল প্রজাতির দু'মুখো খরিস সাপ ঘিরে কৌতূহল পশ্চিম মেদিনীপুরের বেলদায়। কালী পুজোর আগে সাপ দেখে শুরু শ্রদ্ধা নিবেদন। স্থানীয় বাসিন্দারা জানান, গত দু'মাস আগে একটি সব্জি জমির পাশে ওই দু-মুখো কালো সাপকে দেখেছিলেন তাঁরা। বিরল প্রজাতির সাপ দেখে বিরক্ত করেনি বাসিন্দারা ৷
বিরল প্রজাতির দু'মুখো খরিস সাপ ঘিরে কৌতূহল পশ্চিম মেদিনীপুরের বেলদায়। কালী পুজোর আগে সাপ দেখে শুরু শ্রদ্ধা নিবেদন। স্থানীয় বাসিন্দারা জানান, গত দু'মাস আগে একটি সব্জি জমির পাশে ওই দু-মুখো কালো সাপকে দেখেছিলেন তাঁরা। বিরল প্রজাতির সাপ দেখে বিরক্ত করেনি বাসিন্দারা ৷ শনিবার ফের দেখা যায় দু-মুখো সাপটিকে। গ্রামবাসীরা কোনওভাবে সেটিকে ধরে ফেলেন ৷ বিরল ধরনের দু'মুখো সাপকে দেখতে ভিড় জমে যায় গ্রামবাসীদের ৷ কালী পুজোর আগে এই ধরনের সাপ নাকি দেবতারই অঙ্গ। এমনই বলাবলি শুরু হয়ে যায়। সেই ধারনা থেকেই শুরু হয়ে যায় শ্রদ্ধা নিবেদন ৷ কেউ প্রণাম শুরু করেন , কেউ বা দুধ এনে খেতে দেন সাপকে।