বৈষ্ণবতীর্থ নবদ্বীপ এখন মেতে রয়েছে রাস উৎসবে। সেই উৎসবকে আরও জমিয়ে দিতে আয়োজন করা হয়েছিল কার্নিভালের। এই নজরকাড়া কার্নিভালে অংশ মেম শহরের ১৩টি বারোয়ারি পুজো কমিটি। বৈষ্ণব ও শাক্ত ধর্মের দেবদেবীদের নিয়ে আয়োজন করা হয় এই সৌভ্রাতৃত্বের কার্নিভাল। তুলে ধরা হয়েছিল এরাজ্যের লোকসংস্কৃতি। পথে নামান হয় সরকারের উন্নয়নমূলক কাজকে তুলে ধরতে ট্যাববো। কার্নিভালে অংশ নেওয়া পুজো কমিটিগুলির জন্য ছিল পুরস্কারও। প্রথম স্থানাধিকারী পায় ১ লক্ষ টাকা. দ্বিতীয় স্থানাধিকারীর জন্য ছিল ৫০ হাজার টাকা এবং তৃতীয় স্থানাধিকারী পায় ৩০ হাজার টাকা। কলকাতা শহরে দুর্গা পুজোর পর কার্নিভালের আয়োজন করা হয়। জগদ্ধাত্রী পুজো ঘিরে কার্নিভাল হয় চন্দননগরেও। সেই রীতি মেনেই গত তিন বধর ধরে শহরে রাস কার্নিভাসের আয়োজন করছে নবদ্বীপ পুরসভা।
বৈষ্ণবতীর্থ নবদ্বীপ এখন মেতে রয়েছে রাস উৎসবে। সেই উৎসবকে আরও জমিয়ে দিতে আয়োজন করা হয়েছিল কার্নিভালের। এই নজরকাড়া কার্নিভালে অংশ মেম শহরের ১৩টি বারোয়ারি পুজো কমিটি। বৈষ্ণব ও শাক্ত ধর্মের দেবদেবীদের নিয়ে আয়োজন করা হয় এই সৌভ্রাতৃত্বের কার্নিভাল। তুলে ধরা হয়েছিল এরাজ্যের লোকসংস্কৃতি। পথে নামান হয় সরকারের উন্নয়নমূলক কাজকে তুলে ধরতে ট্যাববো। কার্নিভালে অংশ নেওয়া পুজো কমিটিগুলির জন্য ছিল পুরস্কারও। প্রথম স্থানাধিকারী পায় ১ লক্ষ টাকা. দ্বিতীয় স্থানাধিকারীর জন্য ছিল ৫০ হাজার টাকা এবং তৃতীয় স্থানাধিকারী পায় ৩০ হাজার টাকা। কলকাতা শহরে দুর্গা পুজোর পর কার্নিভালের আয়োজন করা হয়। জগদ্ধাত্রী পুজো ঘিরে কার্নিভাল হয় চন্দননগরেও। সেই রীতি মেনেই গত তিন বধর ধরে শহরে রাস কার্নিভাসের আয়োজন করছে নবদ্বীপ পুরসভা।