কৃষ্ণনগর রাজবাড়ি থেকে রওনা দিল বিজেপির পরিবর্তন যাত্রার রথ৷ সোমবার সেখানে উপস্থিত ছিলেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার৷ রবিবার সকালে করিমপুর থেকে রওনা দেওয়ার পর তেহট্ট, চাপড়া হয়ে রাত্রে কৃষ্ণনগরে প্রবেশ করে রথ৷ কৃষ্ণনগরে রাত্রি যাপন করার পর সোমবার সকালে আবারও যাত্রা শুরু করে৷ ভীমপুর, আসাননগর হয়ে নদিয়া দক্ষিণে প্রবেশ করবে পরিবর্তন যাত্রা রথ, সেখানে রথটিকে স্বাগত জানাবেন বিজেপি কর্মী সমর্থকরা৷