সোমবার সিবিআই গ্রেফতার করে ফিরহাদ হাকিম সহ ৪ জনকে। নারদ মমলায় গ্রেফতার করা হয়েছে ফিরহাদ হাকিম, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায় এবং সুব্রত মুখোপাধ্যায়কে। তাই নিয়েই এবার বিরোধী দলের হয়ে মুখ খুললেন অধীর চৌধুরী। 'কাউকে ধরব কাউকে ছাড়ব সিবিআই এমনটা করতে পারে না', এমনই কথা বলতে শোনা গেল অধির চৌধুরীকে। করোনা আবহের মধ্যে তাঁরা কেন এমনটা করলেন, সেই নিয়েও প্রশ্নও তুললেন অধীর।