সামনেই ভোট আর তার আগেই রাজনৈতিক তরজা উঠেছে চরমে। একদিকে প্রকাশ্যে মঞ্চে বিজেপি নেতাদের নিয়ে নানান মন্তব্য করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে তারই পাল্টা জবাব দিচ্ছেন দিলীপ ঘোষ। সেই সঙ্গেই শুভেন্দু অধিকারীর মন্তব্যেরও জবাব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার তৃণমূল কংগ্রেসের সভায় দিলীপ ঘোষকে গুন্ডা বলে সম্বধোন করেছেন অভিষেক। তার পাশাপাশি কৈলাস বিজয়বর্গীয় সহ একাধিক বিজেপি নেতাকে বহিরাগত বলেছেন তিনি। সোমবার তারই পাল্টা জবাব দিলেন দিলীপ ঘোষ। দিলীপ বাবুর কথায়, 'সাত কোটি টাকার বাড়িতে থাকেন অভিষেক, আর আমি থাকি লোকের বাড়িতে'। এছাড়াও তিনি বলেছেন হতাশার থেকেই রাস্তায় দাঁড়িয়ে গলা ফাটাচ্ছেন অভিষেক। কোলে চড়ে রাজনীতিতে এসেছেন খোকাবাবু অভিষেক, এই কথাও বলতে শোনা গেল তাঁকে। এছাড়াও বহু মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি তিনি জানিয়েছেন 'মানুষ তুলতেও পারে আবার মানুষ ফেলতেও পারে'। আর তাঁর এই কথা আবারও প্রশ্নের মুখে ফেলছে তৃণমূল সরকারকে।