ক্ষোভে ফুঁসছে বিদ্যাসাগরের জন্মস্থান, দোষীদের শাস্তি চাইছে বীরসিংহ গ্রাম

  • বিদ্যাসাগরের জন্ম স্থান বীরসিংহ গ্রাম
  • মূর্তির ভাঙার ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসীরা
  • দোষীদের শাস্তি চাইছেন সবাই
     

বাংলা থেকে শুরু করে গোটা দেশ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙায় ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। এই অবস্থায় যে গ্রামের পরতে পরতে তাঁর স্মৃতি জড়িয়ে রয়েছে, পশ্চিম মেদিনীপুরের বীরসিংহ গ্রামের বাসিন্দারা যে রাগে, হতাশায় ফুটবেন, তা বলার অপেক্ষা রাখে না। 

টিভি-তে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ছবি দেখে শিউরে উঠেছিলেন তাঁরা। গোটা দেশের মানুষ এই ঘটনায় স্তম্ভিত হয়ে গেলেও বীরসিংহ গ্রামের বাসিন্দাদের যন্ত্রণাটা অনেক বেশি। গ্রামে বিদ্যাসাগরের বাড়ি এবং তাঁকে কেন্দ্র করে গড়ে ওঠা সংগ্রহশালা, স্কুল, লাইব্রেরি তো বটেই, গোটা বীরসিংহ জুড়ে বিদ্যাসাগরের স্মৃতি জড়িয়ে রয়েছে। 

বীরসিংহ গ্রামের বাসিন্দা ইতিহাসের শিক্ষিকা নবনীতা ঘোষের কথায়, এই ঘটনায় তাঁদের মানসিক যন্ত্রণা হচ্ছে। উত্তম চক্রবর্তীর মতো গ্রামের বাসিন্দারাও চাইছেন সমাজের সর্বস্তর থেকে এর প্রতিবাদ হোক। বীরসিংহ গ্রামে আসা পর্যটকদেরও একই দাবি. তাঁরাও চাইছেন, রাজনীতির রং না দেখে দোষীদের শাস্তি দেওয়া হোক। ঘটনার প্রতিবাদে এলাকায় ধিক্কার মিছিলও করেন বাসিন্দারা। তবে যেভাবে গোটা দেশের মানুষ বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনার নিন্দা করেছেন, সেটাই কিছুটা স্বস্তি দিয়েছে বীরসিংহ গ্রামের বাসিন্দাদের। গ্রামবাসীরা বলছেন, বীরসিংহের বিদ্যাসাগর যে এখনও মানুষের হৃদয়ে রয়েছেন, এই ঘটনা ফের একবার তা প্রমাণ করে দিল।

03:28কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News02:39Malda News Today: টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য মালদহে03:27Sukanta vs Suvendu : কি বললেন? সুকান্ত মজুমদারকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু অধিকারী02:20'চায়ের দোকানে চা বিক্রি করলে চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার04:37Rashifal Today: বুধবার ২২ জানুয়ারি ২০২৫ সারাদিন কেমন যাবে? জানুন আজকের রাশিফলে02:39নিষিদ্ধ ফেনসিডিল সহ পাচারকারীকে গ্রেফতার বিএসএফ-এর! তীব্র উত্তেজনা নদীয়ার কৃষ্ণগঞ্জে04:33‘সিবিআই হেরে গেল বলে মমতার নেতারা হাসাহাসি করছে’ মমতাকে চরম তুলোধোনা অধীর রঞ্জন চৌধুরীর08:41'এটা বিরলতম নয়! তো কোনটা? এবার বড় লড়াই হবে' অভয়ার বাড়িতে গিয়ে চরম ইঙ্গিত শুভেন্দুর10:14'মা হতে হয়, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝবেন কি করে মায়ের যন্ত্রণা?' বিস্ফোরক তাপস রায়02:28‘অভয়ার জন্য আন্দোলনের প্রতিশোধ নিচ্ছেন মমতা’ মমতা ব্যানার্জিকে দুষলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল