বিজয়া মানে শুভেচ্ছা ও কুশল বিনিময় করে নেওয়া, আর এই দিনেই বিজয়ার শুভেচ্ছা জানাতে গিয়ে বাংলার শাসক শিবিরকে কড়া ভাষায় বিঁধলেন রুদ্রনীল
রুদ্রনীল আবারও কবিতার মাধ্যমে কড়া ভাষায় বিঁধলেন শাসক শিবিরকে | এবার বিজয়ার দিন ভিডিও প্রকাশ করে শাসক শিবিরকে কটাক্ষ রুদ্রনীলের | রুদ্রনীলের এই কবিতার পঙক্তিতে সরকারের বিরুদ্ধে শ্লেষ ঝরে পড়েছে | পার্থ চট্টোপাধ্যায় থেকে অনুব্রত মণ্ডল, কেউ রেহাই পাননি তাঁর কটাক্ষ থেকে | তাঁর আক্রমণ থেকে ছাড় পাননি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও | এছাড়াও চাকরিপ্রার্থীদের পাশে থাকার বার্তা দেন কবিতার মাধ্যমে |