কাঁচা বাদাম গান শুনেই অভিনব ভাবনা, সরস্বতী পুজোয় এবার 'কাঁচা বাদাম'-এর সরস্বতী

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এখন কাঁচা বাদাম গান। ভোট প্রচারেও জায়গা করে নিয়েছে ভুবন বাদ্যকর। সরস্বতী পুজোতেও এবার থাকছে কাঁচা বাদাম। সরস্বতী পুজোয় এবার 'কাঁচা বাদাম'-এর সরস্বতী মূর্তি। এমনই কাঁচা বাদামের সরস্বতী দেখা গেল পুরুলিয়ায়। কাঁচা বাদাম গান শুনেই অভিনব ভাবনা।

এবার কাঁচা বাদাম দিয়ে সজ্জিত সরস্বতী ঠাকুরের মূর্তির দেখা মিলল পুরুলিয়ার নেতুড়িয়া থানার সরবড়ি মোড়ে। রাত পোহালেই সরস্বতী পুজো। প্রতি বছর বিভিন্ন থিমের মূর্তি তৈরি হলেও এবার জনপ্রিয় কাঁচা বাদামকে জায়গা দেওয়া হয়েছে মা সরস্বতী মূর্তিতে। ইতিমধ্যেই ঠাকুরের প্রতিমা নজর কাড়ছে ক্রেতাদের। সাঁতুড়ির বৃন্দাবনপুর গ্রামের বাসিন্দা মৃৎশিল্পী বাসুদেব সূত্রধর জানান, এবছর অন্যান্য বছরের মত মাটির তৈরি মূর্তির সঙ্গে কাঁচাবাদামের সরস্বতী প্রতিমা তৈরি করা হয়েছে। ১৫০ থেকে ৪৫০০ টাকা পর্যন্ত দাম রাখা হয়েছে মূর্তির।তবে অন্যান্য বছরের তুলনায় মূর্তি বিক্রি কম হচ্ছে বলে জানান শিল্পী। সোশ্যাল মিডিয়ায় বীরভূম জেলার ভূবন বাদ্যকরের কাঁদাবাদামের গান বেশ ভাইরাল হয়েছে। তাই কাঁচাবাদাম দিয়ে সজ্জিত সরস্বতী প্রতিমা বানিয়েছেন তিনি, অর্ডার ও আসছে। এবছর একটু অভিনব সরস্বতী পুজো করার ইচ্ছা নিয়ে কাঁচাবাদামের সরস্বতী প্রতিমা কিনছেন পুজোর উদ্যোক্তারাও। সাড়ে তিনহাজার টাকায় তাঁরা কিনেছেন এই কাঁচা বাদামের সরস্বতী। 
 

06:42Kultali Tiger Update : টানা দু'দিন এলাকা কাঁপিয়ে জঙ্গলে ফিরে গেল বাঘ! দেখুন সেই দৃশ্য03:29টাকা নিয়ে বিবাদের জেরে নিজের মাকেই আক্রমণ ছেলের! পার পেলো না ভাইও চাঞ্চল্য বারুইপুরে04:44Mid Day Meal : বাচ্চাদের মিড ডে মিলে থিকথিক করছে পোকা! স্কুলে অশান্তি চরমে03:39নিজের বাড়িতেই ভুয়ো প্রমাণপত্রের কারখানা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ! চাঞ্চল্য বারাসাতে!10:01Santipur : সধবাকে বিধবা বানিয়ে ভাতা! জানাজানি হতেই পালাল তৃণমূল নেতা, চাঞ্চল্য শান্তিপুরে01:48টোটো চালানো নিয়ে চরম বিবাদ! এইরকম কাণ্ড হবে কেউ ভাবতেই পারেনি, ধুন্ধুমার কানিং-এ04:00‘বাংলাদেশ সরকার সবসময় চাইছে যুদ্ধ লাগুক’ ইউনূস সরকারকে একহাত নিলেন নওশাদ সিদ্দিকী10:34Sonarpur : '৩ ফুট জায়গা দিলে ভালো হয়' সোনারপুরে প্রমোটিংয়ের জন্য স্কুলের জমি দখলের চেষ্টা! দেখুন01:51বাংলা জুড়ে কী আবার লকডাউন হবে? HMPV নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়05:33Malda BSF News : বন্দে মাতরম গর্জন শুনেই পালালো বাংলাদেশী সেনা! বিএসএফ দাঁড়িয়ে দেখল বাংলার 'দেশপ্রেম'