এক রাতের ঘোষণায় যদি নোট বাতিল হতে পারে, তাহলে ধর্ষকের জন্য মৃত্যুদণ্ড নয় কেন! কড়া আইনের দাবিতে এবার বর্ধমান শহরে ধরনায় বসল এক কিশোর। শহরের প্রাণকেন্দ্র কার্জন গেটের কাছে গলায় পোস্টার ঝুলিয়ে ধরনা দিচ্ছে সে। বর্ধমান শহরের বিধানপল্লি এলাকায় বাড়িতে অভিরূপ সিং নামে ওই কিশোরের। তার সাফ কথা, মৃত্যুকেই সকলেই ভয় পায়। দেশের এমন আইন হোক, যাতে ধর্ষণের ন্যূনতম শাস্তি হবে ফাঁসি। যতক্ষণ পর্যন্ত কড়া আইন আনার প্রতিশ্রুতি দিচ্ছে সরকার, ততক্ষণ পর্যন্ত ধরনা চালিয়ে যাবে সে। মঙ্গলবার সকালে অভিরূপের ধরনা মঞ্চের পাশে ভিড় জমান পথ চলতি বহু মানুষ। তার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। এর আগে হুগলির চুঁচুড়ার ঘড়ি মোড়ে ধর্ষকের ফাঁসি চেয়ে একাই ধরনায় বসেন এক শিক্ষিকা।