হিরণের গ্রুপ ছাড়া প্রসঙ্গে কী বললেন দিলীপ, দেখে নিন

বিজেপির অন্তর্দ্বন্দ্ব অব্যাহত। এবার বিধায়কদের গ্রুপ ছাড়লেন হিরণ চট্টোপাধ্যায়। খড়্গপুরের বিধায়কের গ্রুপ ছাড়া নিয়ে উত্তাল বঙ্গ রাজনীতি। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বললেন তিনি গ্রুপ দেখেননা।
 

মতুয়া সম্প্রদায় নিয়ে রাজ্য বিজেপির মধ্যে চলছে অন্তর্দ্বন্দ্ব। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর বিজেপির গ্রুপ ছাড়েন। এরপর বড়দিনে বিজেপি বিধায়কদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়েন পাঁচ মতুয়া বিধায়ক। বিজেপির অন্তর্দ্বন্দ্ব অব্যাহত, আবারও তেমনই ছবি উঠে এল প্রকাশ্যে। এবার বিধায়কদের গ্রুপ ছাড়লেন হিরণ চট্টোপাধ্যায়। বুধবার বিজেপির বিধায়কদের গ্রুপ ছাড়েন খড়্গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। খড়্গপুরের বিধায়কের গ্রুপ ছাড়া নিয়ে উত্তাল বঙ্গ রাজনীতি। এই নিয়ে তেমন কিছু বলতে চাননি দিলীপ ঘোষ। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, তিনি গ্রুপ দেখেননা। কার্যত হিরণ চট্টোপাধ্যায়ের বিষয় এড়িয়ে গেলেন দিলীপ। হিরণ কি তৃণমূলে যেতে পারেন, এই প্রশ্ন দিলীপ ঘোষকে করা হলে তিনি বলেন, 'রাজনীতিতে কে কখন কোথায় যাবে তা কেউ জানেনা'। এদিন হিরণ প্রসঙ্গের মাঝেই এমনটা বললেন দিলীপ।

04:49‘হিন্দুদের কষ্টের সময় মমতার চোখে ন্যাবা হয়ে যায়’ মমতাকে চরম তুলোধোনা দিলীপের07:40‘মমতার সরকার আমাদের সবকিছু দখল করবে’ বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর, দেখুন03:25তৃণমূলের মাফিয়ার কাজ করে মাসে এক কোটি কামায় পুলিশের IC, বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর05:50অডিও বার্তায় খুনের হুমকি তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে, আতঙ্কে ঘুম উড়েছে ওই পঞ্চায়েত প্রধানের02:09‘আমি মনে করি ফিরহাদ হাকিম একজন দেশদ্রোহী’ বিস্ফোরক মন্তব্য সত্যেন রায়ের02:52পুলিশের তৎপরতায় নাবালক উদ্ধার! হাঁফ ছেড়ে বাঁচলো পরিবার, চাঞ্চল্য কানিং-এ09:45'হিন্দুদের মধ্যেই ভেদাভেদের কারণে হিন্দু আজ সঙ্কটে' মন্তব্য শুভেন্দু অধিকারীর04:33রোহিঙ্গাদের টাইট দিতে চরম দাওয়াই শুভেন্দুর, দেখুন ক্ষমতায় এলে কী করবেন তিনি?04:36'ক্ষমতায় এলেই জঙ্গি মুক্ত বাংলা গড়ব' হাওড়ার জনসভা থেকে হুঙ্কার শুভেন্দুর03:33ছিঃ বাঙালি হিসাবে লজ্জা ইউনুস! বাংলাদেশের প্রধানকে ধুয়ে যা বললেন অধীর রঞ্জন চৌধুরী
Read more