আগামী ১৬ নভেম্বর থেকে স্কুল-কলেজ (School-college) খুলতে চলেছে। এই পরিস্থিতিতে মূলত ৬দফা দাবী নিয়ে এদিন হাওড়া জেলা শাসকের অফিসে ডেপুটেশন জমা (deputation submission) দিল হাওড়া (Howrah) জেলা এস এফ আই (SFI)। কোভিড পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি মেনে স্কুল কলেজ খোলার দাবী জানানোর পাশাপাশি, ছাত্র-ছাত্রীদের কোভিড ভ্যাক্সিন দেওয়া, পরিবহন খরচ মকুব, ভর্তির ফিস কমানো, আসন সংখ্যা বাড়ানো, শিক্ষার বেসরকারি করণের প্রতিবাদে ও সর্ব ভারতীয় মেডিক্যালে ভর্তির নিট পরীক্ষা বাতিলের দাবীতে এদিন ডেপুটেশান দিতে যান হাওড়া (Howrah) জেলা এস এফ আই (SFI)-এর সদস্যরা। ডেপুটেশন জমা দিতে গেলে সেখানে তাঁদের পুলিশ ব্যারিকেড করে দেওয়া হয়ে বলে অভিযোগ। সেখানেই বসে পড়ে শ্লোগান দিতে থাকেন তাঁরা। পরে তাঁদের মধ্যে চারজন সদস্য জেলা শাসকের কাছে ডেপুটেশান জমা দেন। প্রসঙ্গত, দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ১৬ নভেম্বর থেকে স্কুল-কলেজ খুলতে চলেছে, তার আগে এদিন এই ডেপুটেশন জমা দিতে যান তাঁরা।
আগামী ১৬ নভেম্বর থেকে স্কুল-কলেজ (School-college) খুলতে চলেছে। এই পরিস্থিতিতে মূলত ৬দফা দাবী নিয়ে এদিন হাওড়া জেলা শাসকের অফিসে ডেপুটেশন জমা (deputation submission) দিল হাওড়া (Howrah) জেলা এস এফ আই (SFI)। কোভিড পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি মেনে স্কুল কলেজ খোলার দাবী জানানোর পাশাপাশি, ছাত্র-ছাত্রীদের কোভিড ভ্যাক্সিন দেওয়া, পরিবহন খরচ মকুব, ভর্তির ফিস কমানো, আসন সংখ্যা বাড়ানো, শিক্ষার বেসরকারি করণের প্রতিবাদে ও সর্ব ভারতীয় মেডিক্যালে ভর্তির নিট পরীক্ষা বাতিলের দাবীতে এদিন ডেপুটেশান দিতে যান হাওড়া (Howrah) জেলা এস এফ আই (SFI)-এর সদস্যরা। ডেপুটেশন জমা দিতে গেলে সেখানে তাঁদের পুলিশ ব্যারিকেড করে দেওয়া হয়ে বলে অভিযোগ। সেখানেই বসে পড়ে শ্লোগান দিতে থাকেন তাঁরা। পরে তাঁদের মধ্যে চারজন সদস্য জেলা শাসকের কাছে ডেপুটেশান জমা দেন। প্রসঙ্গত, দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ১৬ নভেম্বর থেকে স্কুল-কলেজ খুলতে চলেছে, তার আগে এদিন এই ডেপুটেশন জমা দিতে যান তাঁরা।