ত্রিপুরা নির্বাচন নিয়ে বিজেপিকে বিঁধলেন সুজন চক্রবর্তী। তৃণমূলকেও কটাক্ষ করতে ছাড়লেন না সুজন। 'নির্বাচন কমিশন বলতে রাজ্যে কী কিছু আছে'। এমনই প্রশ্ন ছুঁড়ে দিলেন বাম নেতা। একাধিক প্রসঙ্গ তুলে নির্বাচন কমিশনকে বিঁধতে ছাড়লেন না।
ত্রিপুরা নির্বাচন নিয়ে বিজেপিকে বিঁধলেন সুজন চক্রবর্তী। তৃণমূলকেও কটাক্ষ করতে ছাড়লেন না সুজন। 'নির্বাচন কমিশন বলতে রাজ্যে কী কিছু আছে'। এমনই প্রশ্ন ছুঁড়ে দিলেন বাম নেতা। একাধিক প্রসঙ্গ তুলে নির্বাচন কমিশনকে বিঁধতে ছাড়লেন না। অন্যদিকে, আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পৌরসভার ভোট। সেই নিয়েও রাজ্য সরকারকে কটাক্ষ করতে ছাড়লেন না। ভোট পিছানো নিয়ে সুজন চক্রবর্তী বলেন, "নির্বাচন কমিশন বলে কোনও বস্তু বাংলায় নেই। দখলদারির সময়টাকে নির্দিষ্ট করে ভোটের বন্দোবস্ত করা হচ্ছে। নির্বাচন কমিশনের আইনজীবী সুয়োমোটো বলেছিলেন, তারা এখন নোটিফিকেশন জারি করবেন না। নিজেরা যেটা বললেন, তার থেকে তারা সরে আসলেন কেন?" নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগার পাশাপাশি সরকারেরও তীব্র সমালোচনা করেন সুজন চক্রবর্তী। এছাড়াও দখলদারির সময়টাকে নির্দিষ্ট করে ভোটের বন্দোবস্ত করার কথা বলেন তিনি।" ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভায় ভোট ঘোষণা হতেই কার্যত সুর চড়ালেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।