দিব্য কাশী ভব্য কাশী কর্মসূচিতে তারকেশ্বর মন্দিরে পুজো দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সোমবার বারাণসীর কাশী বিশ্বনাথে নব নির্মিত করিডোরের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দিব্য কাশী ভব্য কাশী কর্মসূচিতে তারকেশ্বর মন্দিরে পুজো দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সোমবার বারাণসীর কাশী বিশ্বনাথে নব নির্মিত করিডোরের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে দেশের বিভিন্ন শিবতীর্থে পূজার্চনা করেন বিজেপি নেতারা। সেই মতো এদিন শিবতীর্থ তারকেশ্বর মন্দিরে পুজা দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এর পর তারকেশ্বরের বাজিৎপুর লক্ষণ কুঠি ময়দানে দলীয় কর্মীদের সাঙ্গে বৈঠকের পর কাশী বিশ্বনাথ থেকে সরাসরি সম্প্রচারিত প্রধানমন্ত্রীর অনুষ্ঠান দেখেন জায়েন্ট স্ক্রিনে। তবে শুধু তারকেশ্বরই নয় এই একই ছবি দেখা গিয়েছে একাধিক জায়গায়। বর্ধমানের ১০৮ শিব মন্দিরে এদিন পুজো দেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে ভূতনাথ মন্দিরে পুজো দেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তেমনই তারকেশ্বরে পুজো দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।