দেউচা-পচামি-তে বৃহস্পতিবার বিক্ষোভ বিজেপির। বিক্ষোভ সমাবেশে হাজির ছিলেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী। দেউচা-পচামি-তে কয়লা খনির জনির জমি অধিগ্রহণ চলছে। রাজ্য সরকারের জমি অধিগ্রহণের বিরোধিতা করছে বিজেপি। শুভেন্দু প্রতিশ্রুতি দিয়েছিলেন দেউচা তিনি যাবেনই। জমি অধিগ্রহণের বিরুদ্ধে প্রথমে পদযাত্রা হয়, এরপর ছিল সমাবেশ। সেখানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু রাজ্য সরকারকে আক্রমণ করেন।
দেউচা-পচামি জমি অধিগ্রহণের বিরুদ্ধে আন্দোলন চলছে। মূলত ক্ষতিপূরণ নিয়ে অসন্তোষের কারণেই এই আন্দোলন। যদিও, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই সাংবাদিক সম্মেলনে বলেছিলেন যে দেউচা-পচামির কয়লা খনি রূপায়ণে যারা জমি দিচ্ছে তাদের সরকার বাজারমূল্যের থেকেও বেশি দর দিচ্ছে এবং তাদের পরিবারের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী অন্তত একটি করে সরকারি চাকুরির বন্দোবস্ত করা হয়েছে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু, দেউচায় এখনও কিছু পরিবার ক্ষতিপূরণ এবং পুনর্বাসনপ্রকল্প নিয়ে ক্ষুব্ধ। পুনর্বাসন প্রকল্প নিয়ে ইতিমধ্যেই রাজ্য সরকারকে আক্রমণ করেছে বিজেপি। এর আগে বিজেপি-র নেতৃত্বে ছোটখাটো কিছু প্রতিবাদ পদযাত্রা এবং সভা-সমিতি গোছরের জমায়েত হয়েছিল। কিন্তু, বড় ধরনের কিছু হয়নি। বৃহস্পতিবার বিজেপি-র পক্ষ থেকে রাজ্যস্তরের তাবড় তাবড় নেতারা দেউচায় উপস্থিত হন। যার মধ্যে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদাররা। এর আগেও দেউচা-পচামিতে বিক্ষোভর চেষ্টা করেছিল বিজেপি। কিন্তু সে যাত্রায় শুভেন্দু অধিকারী দেউচা পর্যন্ত যেতে পারেননি। তবে শুভেন্দু প্রতিশ্রুতি দিয়েছিলেন দেউচা তিনি যাবেনই। জমি অধিগ্রহণের বিরুদ্ধে প্রথমে পদযাত্রা হয়, এরপর ছিল সমাবেশ। সেখানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু রাজ্য সরকারকে আক্রমণ করেন। শুভেন্দু বলেন আদিবাসীদের অধিকার থেকে কেউ তাদের বঞ্চিত করতে পারবে না। শুভেন্দু আশ্বাস দেন আদিবাসীদের স্বার্থরক্ষায় বিজেপি লড়াই করবে। জোর করে জমি নেওয়ারও বিরোধিতা করেছেন শুভেন্দু অধিকারী। 'মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসীদের অধিকারকে বুলডোজ করতে পারেন না'-এমন মন্তব্য সমাবেশে এবং তারপরে টুইটারে টুইট করে বলেছেন শুভেন্দু।
Oct 09 2024, 10:47 AM IST
Oct 03 2024, 12:10 PM IST
Oct 02 2024, 06:28 PM IST
Oct 01 2024, 12:13 AM IST
Sep 30 2024, 10:26 AM IST
Sep 29 2024, 12:20 PM IST
Sep 28 2024, 11:52 AM IST
Sep 25 2024, 10:35 AM IST
Oct 18 2023, 03:29 PM IST
Oct 15 2023, 05:24 PM IST
Jun 26 2023, 04:53 PM IST
Jun 22 2023, 11:13 PM IST
Jun 15 2023, 11:51 AM IST
Aug 01 2024, 10:39 AM IST
Jul 31 2024, 10:43 AM IST
Jul 30 2024, 10:34 AM IST
Jul 22 2024, 10:19 AM IST