শুভেন্দু অধিকারী না সৌমেন মহাপাত্র, কাকে দিয়ে পুজোর উদ্বোধন করাবে ক্লাব, সেই নিয়ে এবার ভোটাভুটিতে তমলুকের নিমতৌড়ি ভারত সঙ্ঘ
ফিতে কাটা নিয়ে যে ভোটাভুটি করতে হবে কে জানত , সেটাই করতে হচ্ছে তমলুকের নিমতৌড়ি ভারত সঙ্ঘ ক্লাবকে | ক্লাবের একটা অংশ চাইছে, সৌমেন মহাপাত্র পুজোর ফিতে কাটুন | আবার অন্য অংশ চাইছে, শুভেন্দু অধিকারী পুজোর ফিতে কাটুন | কেউ কেউ আবার তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীর নামও বলেছেন | এখন দেখার মঙ্গলবার ভোটাভুটিতে কী হয়, কার হাতে ওঠে উদ্বোধনের কাঁচি |