তৃণমূলকে তীব্র ভাষায় আক্রমণ শুভেন্দুর। 'ওটা একটা কম্পানি কোনও রাজনৈতিক দল নয়', কটাক্ষ শুভেন্দুর। বুধবার চুঁচুড়ায় পার্টি অফিসে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। চুঁচুড়ায় বিজেপির পার্টি অফিস থেকে তৃণমূলকে কটাক্ষ শুভেন্দুর। সাংগঠনিক নির্বাচন নিয়ে তৃণমূলকেই বিঁধলেন শুভেন্দু। সাংগঠনিক নির্বাচনকে ক্লারিকাল জব বলে কটাক্ষ বিরোধী দলনেতার।
বুধবার তৃণমূলের সাংগঠনিক নির্বাচনে আনুষ্ঠানিক ভাবে দলের চেয়ার পারসন হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই নির্বাচনকে 'ক্লারিকাল জব' বলে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন দুপুরে চুঁচুড়ায় অবস্থিত বিজেপির জেলা পার্টি অফিসে এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান শুভেন্দু। চন্দননগর কর্পোরেশন নির্বাচনে প্রচার করতে আসার পথে প্রথমে তিনি আসেন চুঁচুড়া পার্টি অফিসে। সেখানে তাঁকে এদিনের তৃণমূলের নির্বাচন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন ওটা দল নয়। ওটা একটা কোম্পানি। ওই কোম্পানিতে অনেকদিন কাজ করেছি আমি। এদিনের তৃণমূলের নির্বাচন আসলে কাগজপত্রের নির্বাচন। এটা ঠিকঠাক না হলে নির্বাচন কমিশন ওই দলের রেজিস্ট্রেশন বাতিল করে দেবে। তাই এসৰ করা। আমার কাছে এটা ক্লারিকাল ওয়ার্ক।এছাড়া আর কোন গুরুত্ব নেই।