জীবনতলার ঘটনায় যোগ হুগলির এক খুনির। এমনটাই জানিয়েছে চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ। প্রসঙ্গত, সোমবার সকালে তিন জন তৃণমূল সমর্থকের ওপর গুলি চালানো। এর পরে মঙ্গলবার সকালে গ্রামবাসীরাই ধরে ফেলে তাদের। অভিযুক্তদের পুলিশের হাতে তুলে গ্রামবাসীরা। আর এই তিন অভিযুক্তর মধ্যেই একজন হুগলির দাগী আসামির। যাকে খুঁজে বেরাচ্ছিল হুগলি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, পুজোর সময় চুচূড়ার বিষ্ণু মাল নামে এক যুবককে খুন করে। এর পর থেকেই ফেরার তারা। এর আগেও আর একটি খুন করে জেলও খেটেছে সে। আর সেই কারণেই বেশ কিছু দিন ধরে খোঁজ চলছিল তাদের। আর তার দেরেই গা ঢাকা দিয়ে জীবনতলায় লুকিয়ে ছিল তারা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এছাড়াও দোষীর উপযুক্ত শাস্তির আশ্বাস দিয়েছে পুলিশ।