হাতে আর মাত্র কটা দিন তারপরেই সরস্বতী পুজো। সরস্বতী পুজোর প্রস্তুতি চলছে এখন জোর কদমে। পুরুলিয়ায় এবার সরস্বতী পুজোয় বড় চমক। পুরুলিয়ায় তৈরি হচ্ছে ২৫ ফুটের সরস্বতী মূর্তি।
পুরুলিয়ার জঙ্গলমহলের ব্লক বাগমুন্ডির প্রান্তিক গ্রাম গোবিন্দপুরের বজরংবলী ক্লাব গত ২০বছর ধরে ধুমধাম করে সরস্বতী পুজো করে আসছে। এবারে তৈরি হচ্ছে ২৫ফুটের সরস্বতী মূর্তি। ক্লাবের সদস্যর হাতেই তৈরি হচ্ছে এই সুবিশাল মূর্তি। ক্লাবের সদস্য তথা মূর্তি শিল্পী শুভেন্দু মাঝি ও রুবেন কুমার জানান আমরা বাঘমুন্ডি থানার বজরংবলী ক্লাব সরস্বতী পূজা কমিটির পক্ষ থেকে আজ ২০ বছর ধরে গোবিন্দপুর সাধুআশ্রমে সরস্বতী পূজা করে আসছি। প্রতিবছর কিছু নতুন করার চেষ্টা করি।কিন্তূ এবৎসর কোভিডের জন্য ভেবেছিলাম পুজো হবে না। পরে রাজ্য সরকার বিধিনিষেধে ছাড় দেওয়ায় সিদ্ধান্ত হয় এবার দর্শকদের জন্য ২৫ ফুটের সরস্বতী প্রতিমা তৈরি করা হবে। হাতে কম সময় তাই চলছে জোরকদমে প্রস্তুতি। তাই এবারে দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ ২৫ ফুটের সরস্বতী প্রতিমা যা দেখতে প্রচুর ভিড় হবে বলে দাবি উদ্যোক্তাদের।ভিড় সামলাতে থাকছে প্রচুর সেচ্ছাসেবক। যাতে সকলে কোভিড বিধি মেনে মায়ের দর্শন করতে পারে শে ব্যাপারে সব রকম ব্যাবস্থা নেওয়া হচ্ছে।প্রতিমা দর্শনের সাথে সাথে থাকছে বিশেষ আলোর কারসাজি। পুজো কমিটির সদস্যদের অর্থ থেকে পুরুলিয়ার প্রান্তিক গ্রামের এই পুজোর মোট বাজেট দেড় লক্ষ টাকা।