আক্ষরিক অর্থেই বলা চলে দুয়ারে সরকার। দুয়ারে সরকারে গিয়েই এবার স্বাস্থ্য সাথী প্রকল্পের পরিষেবা দিলেন পুরসভার স্বাস্থ্য দপ্তরের কর্মীরা। শয্যাশায়ী রোগীর বাড়িতে গিয়ে স্বাস্থ্য সাথী কার্ড তৈরি করে হাতে তুলে দিলেন তারা। সীতা নাথ বোস লেনের বাসিন্দা রিনা বসু। বছর ষাটের এই বৃদ্ধা বর্তমানে শয্যাশায়ী। কিছুদিন আগে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে যায় তাঁর। চিকিৎসার খরচ অনেক অন্যদিকে তাঁর স্বামীও অসুস্থ। ছেলে সামান্য রোজগার করে ফলে চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন। চিকিৎসকেরা জানিয়েছেন অস্ত্রপচার করতে হবে। এই অবস্থায় স্বাস্থ্যসাথী কার্ড করাতে পারলে ভালো হত। কিন্তু কার্ড করাতে গেলে যেতে হবে ক্যাম্পে, যা সম্ভব ছিল না রিনা দেবীর পক্ষে। এই পরিস্থিতিতে জখন দুশ্চিন্তার মধ্যে রয়েছে গোটা পরিবার ঠিক তখনই শুক্রবার দুপুরে তাদের বাড়িতে পৌঁছে যান পুরসভার স্বাস্থ্য দপ্তরের কর্মীরা। সঙ্গে ছিলেন স্বাস্থ্য দপ্তরের প্রাক্তন মেয়র পারিষদ সদস্য ভাস্কর ভট্টাচার্য। এই পরিষেবা পেয়ে খুশি রিনা দেবী ও তাঁর পরিবারের সদস্যরাও। ভাস্কর ভট্টাচার্য জানান,রাজ্য সরকার যে উদ্যোগ নিয়েছে সেই স্বাস্থ্য পরিষেবা অর্থাৎ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেবার তা কার্যকরী করতে তারা বদ্ধপরিকর। সেই কাজ চলছে জোরকদমে। কিন্তু যে সমস্ত মানুষ অসুস্থতার কারণে হাঁটাচলা করতে পারছেন না তাদের কথা ভেবে বাড়িতে গিয়ে কার্ড বানিয়ে দেবার পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি এও জানান আজ থেকে এই কর্মসূচি শুরু করা হল।