মনিপুরের টুপুলে ধসে মৃত সেনা জওয়ানের দেহ ফিরছে বনগাঁ-র বাড়িতে। মৃত জওয়ানের নাম সন্তু ব্যানার্জী। বনগাঁর ব্যারাকপুরের বাড়িতে শোকের ছায়া। গত বুধবার মণিপুরে সেনা ক্যাম্পে ধস নেমেছিল। সেই ধসে ১০ জন সেনা জওয়ান মারা যান। তার মধ্যে বনগাঁর ব্যারাকপুরের সন্তু ব্যানার্জী মারা যান। আজ গান স্যালুট দিয়ে দেহগুলি পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
ধসে মৃত সেনা জওয়ানের দেহ ফিরছে বনগাঁ-র বাড়িতে। মৃত জওয়ানের নাম সন্তু ব্যানার্জী। বনগাঁর ব্যারাকপুরের বাড়িতে শোকের ছায়া। গত বুধবার মণিপুরে সেনা ক্যাম্পে ধস নেমেছিল। সেই ধসে ১০ জন সেনা জওয়ান মারা যান। তার মধ্যে বনগাঁর ব্যারাকপুরের সন্তু ব্যানার্জী মারা যান। আজ গান স্যালুট দিয়ে দেহগুলি পরিবারের হাতে তুলে দেওয়া হবে।