ইংরেজবাজারে ভেঙে গেল বাম কংগ্রেস জোট। ইতিমধ্যেই বামফ্রন্ট সেখানে ১৬ টি আসনের প্রার্থী ঘোষণা করেছে। কিছুদিনের মধ্যেই আরও ১৩ টি আসনের প্রার্থী ঘোষণা করবে বামফ্রন্ট। অন্যদিকে কংগ্রেসও আলাদা প্রার্থী তালিকা তৈরি করছে।
ইংরেজবাজার পৌরসভায় ভেস্তে গেল বাম কংগ্রেসের জোট। বামফ্রন্ট ১৬ টি আসনে প্রার্থী ঘোষণা করল। কয়েকদিনের মধ্যে বাকি ১৩ টি আসনের প্রার্থী ঘোষণা করবে বামফ্রন্ট দাবি নেতৃত্বের। হঠকারী সিদ্ধান্ত বামেদের, প্রতিক্রিয়া কংগ্রেসের। গুরুত্ব দিতে নারাজ তৃণমূল ও বিজেপি। শুক্রবার একটি পথসভার মাধ্যমে বামেদের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। ইংলিশ বাজারের পোস্ট অফিস মোড় এলাকায় পথসভা করে বামফ্রন্ট। সেই সভা থেকে ইংরেজবাজার পৌরসভার ২৯ টি ওয়ার্ডের মধ্যে ১৬ টি ওয়ার্ডের প্রার্থী ঘোষণা করা হয়। প্রার্থী তালিকায় তরুন প্রজন্ম কে প্রাধান্য দিয়েছে বামেরা। এমনকি রেড ভলেন্টিয়ার এর কর্মীদের করা হয়েছে প্রার্থী। কয়েকদিনের মধ্যে বাকি ১৩টি আসনে প্রার্থী ঘোষণা করা হবে দাবি বামফ্রন্ট নেতৃত্বে। জেলা সিপিএম সম্পাদক অম্বর মিত্র বলেন, কংগ্রেসের তরফ থেকে আসন সমঝোতা নিয়ে কোনো বার্তা আসেনি বামেরাও কোন বার্তা দেয় নি। এবারে বামফ্রন্টগত ভাবে লড়াই করতে চাই বামেরা। কেবলমাত্র ইংরেজবাজার পৌরসভা নয় পুরাতন মালদা পৌরসভা তেও বামফ্রন্ট গত ভাবে লড়াই করতে চাই। যদিও বামেদের এই সিদ্ধান্তকে হঠকারী সিদ্ধান্ত বলে কটাক্ষ করেছে কংগ্রেস। কংগ্রেসের তরফে আসন সমঝোতার বিষয়ে বামেদের বার্তা দেওয়া হয়েছিল বলে দাবি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রণব ভট্টাচার্যর। তিনি বলেন আসন সমঝোতা না হওয়ায় সুবিধা পাবে শাসক দল। যদিও এই জোট ভেস্তে যাওয়াকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি এবং তৃণমূল নেতৃত্ব। দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুরি বলেন, পশ্চিমবাংলার রাজনীতিতে বাম কংগ্রেস প্রাসঙ্গিকতা হারিয়েছে। ফলে জোট হোক অথবা না হোক তাতে বিজেপির কিছু যায় আসে না। মানুষ বিজেপির সাথে রয়েছে। এই বিষয়ে তৃণমূলের জেলা কমিটির সদস্য দুলাল সরকার বলেন, পশ্চিমবাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সাথে রয়েছেন। বাম কংগ্রেস জোট করে আদতে বিজেপিকে সাহায্য করতে চেয়েছিল তা সফল হয়নি। এখন জোট না করে আবার নাটক করছেন। মালদার মানুষ মুখ্যমন্ত্রী উন্নয়নের সাথে রয়েছেন তাই ইংরেজবাজার পৌরসভায় তৃণমূল কংগ্রেস পুনরায় ক্ষমতায় আসবে।
Oct 09 2024, 10:47 AM IST
Oct 03 2024, 12:10 PM IST
Oct 02 2024, 06:28 PM IST
Oct 01 2024, 12:13 AM IST
Sep 30 2024, 10:26 AM IST
Sep 29 2024, 12:20 PM IST
Sep 28 2024, 11:52 AM IST
Sep 25 2024, 10:35 AM IST
Oct 18 2023, 03:29 PM IST
Oct 15 2023, 05:24 PM IST
Jun 26 2023, 04:53 PM IST
Jun 22 2023, 11:13 PM IST
Jun 15 2023, 11:51 AM IST
Aug 01 2024, 10:39 AM IST
Jul 31 2024, 10:43 AM IST
Jul 30 2024, 10:34 AM IST
Jul 22 2024, 10:19 AM IST