ইংরেজবাজারে ভেঙে গেল বাম কংগ্রেস জোট

ইংরেজবাজারে ভেঙে গেল বাম কংগ্রেস জোট। ইতিমধ্যেই বামফ্রন্ট সেখানে ১৬ টি আসনের প্রার্থী ঘোষণা করেছে। কিছুদিনের মধ্যেই আরও ১৩ টি আসনের প্রার্থী ঘোষণা করবে বামফ্রন্ট। অন্যদিকে কংগ্রেসও আলাদা প্রার্থী তালিকা তৈরি করছে।
 

 ইংরেজবাজার পৌরসভায় ভেস্তে গেল বাম কংগ্রেসের জোট। বামফ্রন্ট ১৬ টি আসনে প্রার্থী ঘোষণা করল। কয়েকদিনের মধ্যে বাকি ১৩ টি আসনের প্রার্থী ঘোষণা করবে বামফ্রন্ট দাবি নেতৃত্বের। হঠকারী সিদ্ধান্ত বামেদের, প্রতিক্রিয়া কংগ্রেসের। গুরুত্ব দিতে নারাজ তৃণমূল ও বিজেপি। শুক্রবার একটি পথসভার মাধ্যমে বামেদের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। ইংলিশ বাজারের পোস্ট অফিস মোড় এলাকায় পথসভা করে বামফ্রন্ট। সেই সভা থেকে ইংরেজবাজার পৌরসভার ২৯ টি ওয়ার্ডের মধ্যে ১৬ টি ওয়ার্ডের প্রার্থী ঘোষণা করা হয়। প্রার্থী তালিকায় তরুন প্রজন্ম কে প্রাধান্য দিয়েছে বামেরা। এমনকি রেড ভলেন্টিয়ার এর কর্মীদের করা হয়েছে প্রার্থী। কয়েকদিনের মধ্যে বাকি ১৩টি আসনে প্রার্থী ঘোষণা করা হবে দাবি বামফ্রন্ট নেতৃত্বে। জেলা সিপিএম সম্পাদক অম্বর মিত্র বলেন, কংগ্রেসের তরফ থেকে আসন সমঝোতা নিয়ে কোনো বার্তা আসেনি বামেরাও কোন বার্তা দেয় নি। এবারে বামফ্রন্টগত ভাবে লড়াই করতে চাই বামেরা। কেবলমাত্র ইংরেজবাজার পৌরসভা নয় পুরাতন মালদা পৌরসভা তেও বামফ্রন্ট গত ভাবে লড়াই করতে চাই। যদিও বামেদের এই সিদ্ধান্তকে হঠকারী সিদ্ধান্ত বলে কটাক্ষ করেছে কংগ্রেস। কংগ্রেসের তরফে আসন সমঝোতার বিষয়ে বামেদের বার্তা দেওয়া হয়েছিল বলে দাবি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রণব ভট্টাচার্যর। তিনি বলেন আসন সমঝোতা না হওয়ায় সুবিধা পাবে শাসক দল। যদিও এই জোট ভেস্তে যাওয়াকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি এবং তৃণমূল নেতৃত্ব। দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুরি বলেন, পশ্চিমবাংলার রাজনীতিতে বাম কংগ্রেস প্রাসঙ্গিকতা হারিয়েছে। ফলে জোট হোক অথবা না হোক তাতে বিজেপির কিছু যায় আসে না। মানুষ বিজেপির সাথে রয়েছে। এই বিষয়ে তৃণমূলের জেলা কমিটির সদস্য দুলাল সরকার বলেন, পশ্চিমবাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সাথে রয়েছেন। বাম কংগ্রেস জোট করে আদতে বিজেপিকে সাহায্য করতে চেয়েছিল তা সফল হয়নি। এখন জোট না করে আবার নাটক করছেন। মালদার মানুষ মুখ্যমন্ত্রী উন্নয়নের সাথে রয়েছেন তাই ইংরেজবাজার পৌরসভায়  তৃণমূল কংগ্রেস পুনরায় ক্ষমতায় আসবে।

05:29‘তৃনমূলের হাতেই তৃনমূল খুন হচ্ছে’ শমীক ভট্টাচার্যের বিস্ফোরক মন্তব্য!05:21Malda : 'বাবলা শেষ, আর নন্দু হাফ শেষ' মালদায় দুলাল সরকার খুনে বড় মাথা কে? দেখুন02:12Samik Bhattacharya News: ‘মমতা বারংবার বিএসএফ-কে আক্রমণ করে যাচ্ছেন’ মমতাকে তোপ শমীকের03:32মাঝরাস্তায় যুবককে উত্তমমধ্যম যুবতীর! কারণ জানলে অবাক হবেন আপনিও, চাঞ্চল্য কোন্নগরে06:42Kultali Tiger Update : টানা দু'দিন এলাকা কাঁপিয়ে জঙ্গলে ফিরে গেল বাঘ! দেখুন সেই দৃশ্য03:29টাকা নিয়ে বিবাদের জেরে নিজের মাকেই আক্রমণ ছেলের! পার পেলো না ভাইও চাঞ্চল্য বারুইপুরে04:44Mid Day Meal : বাচ্চাদের মিড ডে মিলে থিকথিক করছে পোকা! স্কুলে অশান্তি চরমে03:39নিজের বাড়িতেই ভুয়ো প্রমাণপত্রের কারখানা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ! চাঞ্চল্য বারাসাতে!10:01Santipur : সধবাকে বিধবা বানিয়ে ভাতা! জানাজানি হতেই পালাল তৃণমূল নেতা, চাঞ্চল্য শান্তিপুরে01:48টোটো চালানো নিয়ে চরম বিবাদ! এইরকম কাণ্ড হবে কেউ ভাবতেই পারেনি, ধুন্ধুমার কানিং-এ