আমফানের স্মৃতি উষ্কে দিয়ে ফের ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'যশ'। রাজ্যে ইতিমধ্যেই সতর্কতা জারি হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় একাধিক ব্যবস্থা গ্রহণ করছে রাজ্য। সমুদ্র উপকূলে সতর্ক বার্তা দিচ্ছে উপকূলরক্ষী বাহিনী। আকাশ পথেও চলছে কড়া নজরদারি। রাজ্যের সমস্ত জরুরি পরিষেবাকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জেলার সমস্ত কন্ট্রোল রুম সক্রিয় থাকবে ২৪ ঘন্টা। এছাড়াও তৈরি হচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।