ফের পূর্ণবয়স্ক দাঁতাল হাতির মৃত্যু। বাঁকুড়ার সদর থানার বেলবনি এলাকার ঘটনা। শনিবার সকালে হাতির মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। চুয়াগাড়া স্কুলের পিছনের মাঠে পড়ে ছিল মৃতদেহ। স্থানীয়রাই প্রথম পড়ে থাকতে দেখেন হাতির দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বনদফতরের কর্মীরা।
ফের পূর্ণবয়স্ক দাঁতাল হাতির মৃত্যু। বাঁকুড়ার সদর থানার বেলবনি এলাকার ঘটনা। শনিবার সকালে হাতির মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। চুয়াগাড়া স্কুলের পিছনের মাঠে পড়ে ছিল মৃতদেহ। স্থানীয়রাই প্রথম পড়ে থাকতে দেখেন হাতির দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বনদফতরের কর্মীরা। হাতির মৃত্যুর কারণ খতিয়ে দেখছেন বনদফতরের কর্মীরা। বিদ্যুৎপৃষ্ট হয়েই কী হাতির মৃত্যু, উঠছে প্রশ্ন। কিছুদিন আগেই বাঁকুড়ায় একটি হাতির মৃত্যু হয়েছে। পুনরায় এই ঘটনা ঘটায় শুরু হয়েছে তদন্ত। হাতিটির শরীরেও আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। দিন চারেক আগেই বাঁকুড়ার পিড়রাগোড়া গ্রাম লাগোয়া ফসলের ক্ষেতে বিদ্যুৎপৃষ্ট হয়ে একটি পূর্ণবয়স্ক দাঁতাল হাতির মৃত্যু হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের শনিবার সকালে পিড়রাগোড়া গ্রাম থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে ফের একটি পূর্ণবয়স্ক দাঁতাল হাতি মৃত্যু। মৃত হাতির শুঁড়ে গভীর ক্ষত চিহ্ন রয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয়দের ধারণা এই হাতিটিও বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন এলাকার মানুষ।