বাংলাদেশে হিন্দুদের উপর নির্মম অত্যাচার চলছে। এবার তার বিরোধিতা করে শিলিগুড়িতে মিছিল করল বিশ্ব হিন্দু পরিষদ। মঙ্গলবার শিলিগুড়ির মাল্লাগুড়ি থেকে মিছিল করে জংশন ট্রাফিক মোরে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কুশ পুতুল দাহ করে তারা। এরপর একটি প্রতিনিধি দল শিলিগুড়ি মহকুমা শাসককে স্মারক লিপি প্রদান করে। বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে জানানো হয় বাংলাদেশের সাথে সৌহার্দ্য সম্পর্ক থাকা সত্বেও বাংলাদেশের হিন্দুদের উপর যে ভাবে আত্যাচার করা হচ্ছে। সব জেনেও বাংলাদেশের প্রধানমন্ত্রী কোন ব্যাবস্থা গ্রহন করছেন না। অবিলম্বে হিন্দুদের উপর অত্যাচার বন্ধের দাবি জানিয়ে এবং তাদের নিরাপত্তার দাবি জানিয়ে তারা স্মারকলিপি দিল।