করোনার এই ভয়াবহ পরিস্থিতিতে কাজ হারিয়েছেন বহু মানুষ। আবারও তেমনই এক ঘটনা প্রকাশ্যে। আংশিক লকডাউনে ছিলনা কোনও কাজ। প্রবল আর্থিক সংকটে ভুগছিলেন রাম ভৌমিক ও তাঁর পরিবার। স্ত্রী ও তিন কন্যাকে আগুনে পুড়িয়ে নিজেও আত্মঘাতী হন তিনি। এমনটাই অনুমান করছে সেখানকার মানুষ। উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের ভরতপুর গ্রামের ঘটনা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ।