১৫ ফেব্রুয়ারি উদ্বোধন হচ্ছে পতিরামে নতুন থানা
সেই আনন্দেই চলল মিষ্টি খাওয়ানো
ঘটনার সাক্ষী থাকল দক্ষিণ দিনাজপুরের পতিরামবাসীরা
দীর্ঘ ৩ বছর আন্দোলনের পর এই থানা তৈরি হয়েছে
১৫ ফেব্রুয়ারি উদ্বোধন হচ্ছে পতিরামে নতুন থানা। সেই আনন্দেই চলল মিষ্টি খাওয়ানো। ঘটনার সাক্ষী থাকল দক্ষিণ দিনাজপুরের পতিরামবাসীরা। তিন বছর ধরে আন্দোলন করে আসছে পতিরামের স্বেচ্ছাসেবী সংগঠন পতিরাম নাগরিক ও যুব সমাজ। অবশেষে সেই আন্দোলনই সার্থক হল। মোট ৫টি পঞ্চায়েত থাকছে এই থানার আওতায়। পতিরাম পুলিশ ফাঁড়িকেই থানা করা হচ্ছে সেখানে।