মধ্যরাতে 'অতি সক্রিয়' পুলিশ। কার্যত টেনেই তুলে দেওয়া হল সকলকে। চ্যাংদোলা করে আন্দোলনকারীদের তুলে দেওয়া হল। 'পুলিশি অত্যাচারের' অভিযোগ করেছে তারা। সকাল পর্যন্ত সময় না দিয়েই পুলিশের বলপ্রয়োগ। চাকরি প্রার্থীদের টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হয়। 'দিদি নামের কলঙ্ক, আর দিদি বলে ডাকতে ইচ্ছে করবে না' কাঁদতে কাঁদতে এক চাকরি প্রার্থী বললেন।
মধ্যরাতে 'অতি সক্রিয়' পুলিশ। কার্যত টেনেই তুলে দেওয়া হল সকলকে। চ্যাংদোলা করে আন্দোলনকারীদের তুলে দেওয়া হল। 'পুলিশি অত্যাচারের' অভিযোগ করেছে তারা। সকাল পর্যন্ত সময় না দিয়েই পুলিশের বলপ্রয়োগ। চাকরি প্রার্থীদের টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হয়। 'দিদি নামের কলঙ্ক, আর দিদি বলে ডাকতে ইচ্ছে করবে না' কাঁদতে কাঁদতে এক চাকরি প্রার্থী বললেন।