দীর্ঘ প্রায় সাড়ে সাত মাস পর গড়াতে চলেছে রেলের চাকা। ১১ তারিখ অর্থাৎ বুধবার থেকে চালু হতে চলেছে লোকাল ট্রেন পরিষেবা। আর তার আগেই চলছে রেল সাফাইয়ের কাজ। সেই সঙ্গেই চলছে নানান যন্ত্রাংশ মেরামতির কাজও। সেই সঙ্গেই চলছে স্যানিটাইজেশনের কাজও। এমন ছবিই দেখা গেল হাওড়া স্টেশন ও টিকিয়াপাড়া কারশেডে। যাত্রীদের সামাজিক দূরত্ব বজায় রেখে বসসার নির্দেশ দিয়েছে রেল। আর সেই মতই যাত্রী আসন নির্দিষ্ট করার কাজও চলছে। এছাড়াও প্রত্যেকটি কামরায় বাংলা, হিন্দি এবং ইংরেজিতে কোভিড সংক্রান্ত স্বাস্থ্যবিধির পোস্টার লাগানো হচ্ছে। সেখানে কোভিড সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে। স্টেশনে ঢোকার এবং বেরোনোর গেট আলাদা করা হয়েছে। প্লাটফর্মে ঢোকার আগে প্রত্যেক যাত্রীকে থার্মাল চেকিং করা হবে। এছড়াও যাত্রীসংখ্যা নিয়ন্ত্রণ করতে অতিরিক্ত আরপিএফ এবং জিআরপি কর্মী মোতায়েন করা হবে প্রতিটি ট্রেনে।