করোনা কাড়ল প্রাণ। প্রয়াত কবি শঙ্খ ঘোষ। ২১ এপ্রিল সকালে বাড়িতে তাঁর জীবনাবসান হয়। ১২ এপ্রিল থেকে সর্দি-কাশিতে ভুগছিলেন তিনি। পরে করোনা পরীক্ষা রিপোর্ট পজেটিভ আসে। করোনা আক্রান্ত হওয়ার পর বাড়িতেই তাঁর চিকিৎসা চলছিল। বুধবার সকালে তাঁর মৃত্যু হয়। তাঁর প্রয়াণে শোকের ছায়া সাহিত্য জগতে। নিমতলায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। করোনা বিধি মেনেই তাঁর শেষ কৃত্য সম্পন্ন হয়।