গত বছরের আমফানের পর এবছর ফের ঘূর্ণিঝড়ের শতর্কবার্তা জারি হয়েছে রাজ্যে। ঘূর্ণিঝড় মোকাবিলায় বিশেষ কিছু পদক্ষেপ নিতে চলেছে রাজ্য। নবান্নর তরফ থেকে দেওয়া হয়েছে এই নির্দেশিকা। রাজ্যের সমস্ত জরুরি পরিষেবাকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জেলার সমস্ত কন্ট্রোল রুম সক্রিয় থাকবে ২৪ ঘন্টা। এছাড়াও তৈরি হচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। এই বাহিনী যোগাযোগ রাখবে কৃষি ও মৎস্য দফতরের সঙ্গে। মোবাইল এবং টেলিফোন সংযোগ যাতে বিঘ্নিত না হয় সে দিকেও বিশেষ নজর রাখা হচ্ছে। উপকূলবর্তী এলাকার মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা চলছে। স্কুল-কলেজ সহ ত্রাণ শিবির গুলি ইতিমধ্যেই প্রস্তুত করা হচ্ছে। খাবার এবং জলেরও ব্যবস্থা করা হচ্ছে ত্রাণ শিবিরগুলিতে। মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি হয়েছে। যারা ইতিমধ্যেই চলে গিয়েছেন তাদেরও ফির আসার নির্দেশ দেওয়া হয়েছে। একটি কুইক রেসপন্স দল তৈরি হচ্ছে যারা ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ করবেন। বাঁধ ভাঙলে তা দ্রুত মেরামতির ব্যবস্থা রাাখা হচ্ছে। এই সমস্ত ব্যবস্থাই করা হচ্ছে করোনা বিধি মাথায় রেখেই। করোনার কথা মাথায় রেখে মাস্ক, পিপিই কিটেরও ব্যবস্থা রাখা হচ্ছে।