চলতি সপ্তাহেই পশ্চিমবঙ্গ সফরে আসছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। আর তার আগেই বৈঠক সাড়লেন বিজেপি নেতৃত্বরা। সেই সঙ্গেই চলল রাজনৈতিক আলোচনাও। সোমবার হেস্টিংস -এর দলীয় দপ্তরে এই বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক শিব প্রকাশ, মুকুল রায়, অমিতাভ চক্রবর্তী, অনুপম হাজরা এবং অন্যান্য বিজেপি নেতৃত্ব। প্রসঙ্গত, ওই দিনই বিজেপি কর্মীদের হত্যা এবং তাদের উপর অত্যাচারের প্রতিবাদে রাজ্যের প্রতিটি থানার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে বিজেপি। তাদের অভিযোগ তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরাই বিভিন্ন জায়গায় অত্যাচার করছে বিজেপি কর্মীদের উপর, কেবল তাই নয় হত্যা করা হচ্ছে বিজেপি কর্মীদের। গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন বিজেপির সদস্যরা। একইসঙ্গে পুলিশ প্রশাসনের বিরুদ্ধেও অভিযোগের আঙুল তুলেছেন।