অন্ডাল থানার পড়াসকোল গ্রামে ধস। ধসের কারণে প্রায় ৪০ টি বাড়িতে ফাটল ধরেছে। আতঙ্কে ঘর ছাড়ছেন গ্রামবাসীরা। ইসিএল -এর বিরুদ্ধেই অভিযোগ গ্রামবাসীদের। সঠিক পদ্ধতিতে কয়লা তোলা হচ্ছে না বলেই ধস নেমেছে, এমনটাই দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। ঘটনাস্থলে পৌঁছোয় আসানসোল-দুর্গাপুরের পুলিশকমিশনারেটের কমিশনার অজয় ঠাকুর, অণ্ডাল বিডিও যান। ইসিএল কর্তৃপক্ষের সাথে বৈঠক করছেন কমিশনার অজয় ঠাকুর।