বৃদ্ধের মৃত্যু নিয়ে শঙ্কা। করোনার আতঙ্কে এগিয়ে এল না গ্রামের মানুষ। দীর্ঘক্ষণ পর মৃতদেহ সৎকারে এগিয়ে এল মুসলিম সম্প্রদায়ের মানুষ, হিন্দু মতে করা হল দাহ। এমনি ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার মামুদপুর গ্রামে। সূত্রের খবর, মামুদপুর গ্রামের বাসিন্দা বলাই রানা (৮৭)। বুধবার তাঁর মৃত্যু হয়। মৃত ব্যক্তির ছেলে সুকুমার রানা অভিযোগ সকাল থেকে বাবার মৃতদেহ বাড়িতেই পড়ে আছে। সৎকারের জন্য কেউ এগিয়ে আসেনি, এমন কি কেউ উঁকি মেরেও দেখেনি।