স্বামীকে ফিরে পেতে রাস্তাতেই ধর্নায় বসল স্ত্রী। এমন ছবিই দেখা গেল দৌলতপুরে। প্রসঙ্গত, সেখানাকারই বাসিন্দা নাসিরুদ্দিন মিঞার সঙ্গে ফেসবুকে আলাপ হয় সাবিনা খাতুনের। এর পরে ২০১৮ সালে বিয়েও হয় দু'জনের। ২০১৯ সালের ডিসেম্বরে নাসিরুদ্দিন মিঞার দৌলতপুরে বেশ কিছু দিন ছিল সাবিনা, এমনটাই জানিয়েছে সে। সাবিনা জানিয়েছে, সেই সময় তার কাছ থেকে পণের দাবি করে নাসিরুদ্দিনের পরিবারের সদস্যরা। সেই পণের দাবি মেটাতে পারেনি সাবিনা আর সেই করাণে নাকি তাঁর উপরে অত্যাচারও করা হয় বলে তাঁর অভিযোগ। এর পরে নাসিরুদ্দিন আরও এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়়ায় বলেও অভিযোগ করেছে সাবিনে। আর সেই স্বামীকে ফিরে পেতেই শ্বশুরবাড়ির সামনে রাস্তা ধর্নায় বসে সাবিনা।