Weather forecast- আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বঙ্গে, জানাল আবহাওয়া দফতর

আপাতত পাঁচ দিন উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই বৃষ্টির (Rain) কোনও সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore meteorological department)। রাতে পারদ না নামলেও ভোরের দিকে তাপমাত্রা কিছুটা কম থাকার সম্ভাবনা। ভোরের দিকে কিছুটা ঠান্ডা লাগলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে তাপমাত্রাও। বঙ্গে তবে ইতিমধ্যেই শীতের আমেজ। রাজ্যে ইতিমধ্যেই ঢুকতে শুরু করেছে উত্তুরে হাওয়াও। শীত যে আসছে তা এখন থেকেই জানান দিচ্ছে। আগামী চার পাঁচ দিন তবে এইরকমই আবহাওয়া থাকবে। ভোরের দিকে শীতের আমেজ বজায় থাকবে। উত্তরবঙ্গে তাপমাত্রা যেরকম ছিল সেইরকমই থাকবে, নতুন করে তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। শীত আসছে তাই কিছুটা শুষ্ক আবহাওয়া থাকবে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। তবে, শীত কবে ঢুকছে বঙ্গে তা এখনও জানায়নি আলিপুর আবহাওয়া দফতর। 

আপাতত পাঁচ দিন উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই বৃষ্টির (Rain) কোনও সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore meteorological department)। রাতে পারদ না নামলেও ভোরের দিকে তাপমাত্রা কিছুটা কম থাকার সম্ভাবনা। ভোরের দিকে কিছুটা ঠান্ডা লাগলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে তাপমাত্রাও। বঙ্গে তবে ইতিমধ্যেই শীতের আমেজ। রাজ্যে ইতিমধ্যেই ঢুকতে শুরু করেছে উত্তুরে হাওয়াও। শীত যে আসছে তা এখন থেকেই জানান দিচ্ছে। আগামী চার পাঁচ দিন তবে এইরকমই আবহাওয়া থাকবে। ভোরের দিকে শীতের আমেজ বজায় থাকবে। উত্তরবঙ্গে তাপমাত্রা যেরকম ছিল সেইরকমই থাকবে, নতুন করে তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। শীত আসছে তাই কিছুটা শুষ্ক আবহাওয়া থাকবে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। তবে, শীত কবে ঢুকছে বঙ্গে তা এখনও জানায়নি আলিপুর আবহাওয়া দফতর। 

05:21স্বামী বিবেকানন্দের জন্মদিনে বাংলাদেশের হিন্দুদের বিশেষ বার্তা শুভেন্দুর, দেখুন কী বলছেন04:08'বাংলাদেশের জন্য ভারতের ৫টা ড্রোনই যথেষ্ট', ইউনুসকে অন্তিম হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর02:42'যারা হিন্দু ধর্মের অপমান করছেন তাঁরা খুব তাড়াতাড়ি ধ্বংস হবে', স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উদযাপনে এসে মন্তব্য শুভেন্দুর04:50Nabadwip : গ্রেফতার পুরনো পাপী! ঘরের মধ্যেই তৈরি হচ্ছিল...নবদ্বীপে অস্ত্র কারখানার হদিশ05:28স্কুলে নেই পানীয় জল! মিড ডে মিলের ব্যবস্থা করে খুদেরাই, বিদ্যালয়ের অবস্থা দেখে চমকে যাবেন06:32BSF : সীমান্তে অনুপ্রবেশের মাষ্টারমাইন্ড বাংলাদেশের বিজিবি? কড়া জবাব দেবে বিএসএফ06:59'ভারত চাইলে ২ মিনিটে ইউনুসকে ফানুস বানিয়ে ছাড়বে' চরম কটাক্ষ শমীক ভট্টাচার্যের02:35‘বাংলাদেশ পরিকল্পিতভাবে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে’ বিস্ফোরক মন্তব্য শোভন দেব চট্টোপাধ্যায়ের03:58Balurghat BSF : রেডি বিএসএফ! কাঁটাতার লাগাতে আসলেই বাধা দিচ্ছে বিজিবি! এবার শিবরামপুরে03:08চিকিৎসার ভুলে ব্রেন ড্যামেজ! কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস রচনা ব্যানার্জির