করোনার সঙ্গে ক্রমাগত লড়াই চলছে তাঁদের। করোনার সঙ্গে লড়াই করতে গিয়ে প্রাণ হারিয়েছেন অনেক চিকিৎসক। সেই সমস্ত চিকিৎসকদেরই বিশেষ সম্মান জানালেন তারকারা। দেশের মানুষকে বাঁচাতে করোনা যুদ্ধে প্রায় ১৫০০ ডাক্তার প্রাণ হারিয়েছেন। চিকিৎসক দিবসে তাঁদের বিশেষ শ্রদ্ধা জানালেন তারকারা। ওয়েস্টবেঙ্গল ডক্টরস ফোরাম থেকে একটি ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে সেখানে বহু তারকাকেই দেখা গিয়েছে ডাক্তারদের সম্মান জানাতে।