স্কুলছুট পড়ুয়াদের স্কুলমুখী করতে উদ্যোগী হলেন শিক্ষক শিক্ষিকারা। পূর্ব বর্ধমানের রায়না ১ নম্বর ব্লকের বুজরুকদিঘি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা স্কুল ছুট পড়ুয়াদের স্কুলে ফেরাতে অভিনব উদ্যোগ নিলেন। করোনা আবহের মধ্যেই স্কুল চালু হয়েছে।
স্কুলছুট পড়ুয়াদের স্কুলমুখী করতে উদ্যোগী হলেন শিক্ষক শিক্ষিকারা। পূর্ব বর্ধমানের রায়না ১ নম্বর ব্লকের বুজরুকদিঘি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা স্কুল ছুট পড়ুয়াদের স্কুলে ফেরাতে অভিনব উদ্যোগ নিলেন। করোনা আবহের মধ্যেই স্কুল চালু হয়েছে। নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু হয়েছে স্কুলগুলিতে। বুজরুকদিঘি উচ্চ বিদ্যালয়ের পাঠরত নবম দশম শ্রেণীর ছাত্র ছাত্রী যারা আগে বিদ্যালয় আসতো তারা বর্তমানে কোন কারণে বিদ্যালয়ে অনুপস্থিত। তাই বুজরুকদিঘি উচ্চ বিদ্যালয়ের বেশ ক'জন শিক্ষক-শিক্ষিকা স্কুল ছুট পড়ুয়াদের স্কুলমুখী করতে ইন্দুটি ও আঁটিরা গ্রামে গিয়ে পড়ুয়াদের অভিভাবকদের সঙ্গে কথা বলেন। আলাপ-আলোচনা করেন বিদ্যালয় না আসার কারণ গুলি নিয়ে। বহুদিন বিদ্যালয়ের না যাওয়ার কারণে হঠাৎ করে বিদ্যালয়ে যেতে বেশি সমস্যার সম্মুখীন হয়েছে বেশকিছু সংখ্যক ছাত্র-ছাত্রী। কিন্তু সেই সব ছাত্র-ছাত্রীরা যাতে নির্দ্বিধায় স্কুলে যায় এবং যে কোন সমস্যা থাকলে সমাধান করার আশ্বাস দিয়েছেন শিক্ষক শিক্ষিকারা।