নদী থেকে উঠল কষ্টিপাথরের মূর্তি। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের পতিরাম কলোনির ঘটনা। নদীতে স্নান করার সময় কয়েকজন কিশোর এই মূর্তিটি উদ্ধার করে। আত্রাই নদীতে কাদার মধ্যে থেকে মূর্তিটি উদ্ধার করে তিন কিশোর। কালো পাথরের মূর্তি ভেবে তারা পাড়ে নিয়ে আসে। এরপর স্থানীয় একজন বুঝতে পারেন বহুমুল্য কষ্টিপাথরের মূর্তি। মূর্তিটি মহাদেব আর পার্বতীর। এরপরেই এলাকায় মূর্তিটির পুজো শুরু হয়। খবর পেয়ে ছুটে আসে পতিরাম থানার পুলিশ। পরে তারা মূর্তিটিকে থানায় নিয়ে আসে। গ্রামবাসীদের দাবী মূর্তিটির তারা পুজো করতে চায়।
নদী থেকে উঠল কষ্টিপাথরের মূর্তি। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের পতিরাম কলোনির ঘটনা। নদীতে স্নান করার সময় কয়েকজন কিশোর এই মূর্তিটি উদ্ধার করে। আত্রাই নদীতে কাদার মধ্যে থেকে মূর্তিটি উদ্ধার করে তিন কিশোর। কালো পাথরের মূর্তি ভেবে তারা পাড়ে নিয়ে আসে। এরপর স্থানীয় একজন বুঝতে পারেন বহুমুল্য কষ্টিপাথরের মূর্তি। মূর্তিটি মহাদেব আর পার্বতীর। এরপরেই এলাকায় মূর্তিটির পুজো শুরু হয়। খবর পেয়ে ছুটে আসে পতিরাম থানার পুলিশ। পরে তারা মূর্তিটিকে থানায় নিয়ে আসে। গ্রামবাসীদের দাবী মূর্তিটির তারা পুজো করতে চায়।