মঞ্চে দাঁড়িয়ে জুতোপেটা করার পরামর্শ তৃণমূল নেতার। তৃণমূল ছাড়া অন্য দলকে জুতোপেটা করার পরামর্শ। তৃণমূল নেতা বিশ্বজিৎ মুখোপাধ্যায়ের এই ভিডিও এখন ভাইরাল। খড়্গপুর দু'নম্বর ব্লকের বলরামপুরে তৃণমূলের কর্মী সম্মেলন ছিল। শনিবার সেখানে ছিল এই কর্মী সম্মেলন। কর্মী সম্মেলনের মঞ্চে দাঁড়িয়েই জুতোপেটা করার পরামর্শ। ভিডিও প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে নিন্দার ঝড়।
সামনের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ছাড়া অন্য কোন দল ভোট চাইতে গেলে জুতা মারার নিদান দিলেন তৃণমূল নেতা। ঘাটাল সাংগঠনিক জেলার খড়্গপুর ২ নং ব্লকের তৃণমূল নেতা বিশ্বজিৎ মুখোপাধ্যায়। খড়্গপুর দু'নম্বর ব্লকের বলরামপুরে তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন ছিল গত শনিবার। সেই মঞ্চেই বক্তব্য রাখতে গিয়ে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মুখোপাধ্যায় এরকমই নিদান দেন। প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে বিশ্বজিৎ বাবুর বক্তব্য কোনও দল বা বিজেপি পঞ্চায়েত নির্বাচনে ভোট চাইতে যায় তাহলে তাদেরকে সাদরে আমন্ত্রণ করবেন কিন্তু থালায় জুতো সাজিয়ে জুতো মারবেন। আর জিজ্ঞাসা করবেন তারা এতদিন কোথায় ছিল। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। এনিয়ে ঘাটাল সাংগঠনিক জেলার বিজেপি নেতা কাশীনাথ বোস জানান গনতান্ত্রিক ভারত দেশে রাজনীতি করার অধিকার সবাইয়ের আছে। উনি যেই মন্তব্য করেছেন তা গ্রহনযোগ্যা নয়। আমরা উচ্চ নেতৃত্বদের সঙ্গে কথা বলে আমরা প্রশাসনের দ্বারস্থ হব।