টাকার দাবিতে সদ্যজাত-র উপর অত্যাচার। মালদহের মানিকচকে মৃত্যু সদ্যজাত শিশুর। গ্রেপ্তার অভিযুক্ত (পামারিয়া)। শিশুকে আশীর্বাদের নামে জোর করে পরিবারের থেকে টাকা আদায়ের চেষ্টা। চাহিদা মতো টাকা না দেওয়ায় শিশুকে মায়ের কাছ থেকে আলাদা করে রাখার অভিযোগ।
টাকার দাবিতে সদ্যজাত-র উপর অত্যাচার। মালদহের মানিকচকে মৃত্যু সদ্যজাত শিশুর। গ্রেপ্তার অভিযুক্ত (পামারিয়া)। শিশুকে আশীর্বাদের নামে জোর করে পরিবারের থেকে টাকা আদায়ের চেষ্টা। চাহিদা মতো টাকা না দেওয়ায় শিশুকে মায়ের কাছ থেকে আলাদা করে রাখার অভিযোগ। সূত্রের খবর, গত ২৯ অক্টোবর মানিকচকের বাঙ্গাল গ্রামের বাসিন্দা মাম্পি সরকার মাঝি মালদা মেডিকেল কলেজে একসঙ্গে তিন শিশুর জন্ম দেন। এর মধ্যে দুটি পুত্র সন্তান ও একটি কন্যা সন্তান হয়। গতকাল তাঁর বাড়িতে হাজির হয় পামেরা আউলাদ আলী। বাড়িতে বাদ্যযন্ত্র বাজিয়ে দেড় হাজার টাকা দাবি করা হয়। কিন্তু, পরিবার চাহিদামত টাকা দিতে পারেনি। এরপরে টাকা আদায়ের জন্য একটি পুত্র সন্তানকে মায়ের থেকে আলাদা করে টাকা আদায়ের জন্য চাপ দেওয়া হতে থাকে বলে অভিযোগ। ওই সময় শারীরিক অবস্থার অবনতি হয়ে মৃত্যু হয় শিশুর। শিশুকে ছেড়ে দেওয়ার জন্য বললে কর্তব্যরত এক আশাকর্মীকেও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে ওই ব্যক্তির বিরুদ্ধে। মানিকচক থানায় অভিযোগ দায়ের করে পরিবার। এরপরে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। যদিও অভিযোগ অস্বীকার করে তাকেই পাল্টা মারধর করা হয়েছে বলে দাবি করেছেন অভিযুক্ত।