কলকাতা এবং মুর্শিদাবাদের মধ্যে যোগাযোগের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ ট্রেন হাজারদুয়ারি এক্সপ্রেস। শনিবার কৃষ্ণপুর স্টেশনে দুষ্কৃতীরা সেই ট্রেনেই আগুন ধরিয়ে দেয়। ফলে গোটা ট্রেনটিই ভষ্মীভূত হয়ে যায়। কৃষ্ণপুর স্টেশনে গেলেই চোখে পড়বে পুড়ে যাওয়া ট্রেনের কঙ্কাল। এ দিন সকাল থেকেই পুড়ে যাওয়া ওই ট্রেন দেখতে স্টেশনে ভিড় করেন অনেকে। কৃষ্ণপুর স্টেশনে দাঁড়িয়ে থাকা আরও বেশ কয়েকটি খালি ট্রেনেও আগুন ধরানো হয়। কিন্তু সবথেকে বেশি ক্ষতি হয় হাজারদুয়ারি এক্সপ্রেসের
এই ঘটনার জেরে পুরোপুরি শিয়ালদহ- লালগোলা শাখায় রেল চলাচল পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছে। ট্রেন পরিষেবা কবে স্বাভাবিক হবে, তা নিয়েই ধোঁয়াশায় রয়েছেন রেলের কর্মী, আধিকারিকরাও। রেল যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় ওই শাখার যাত্রীরাও ব্যাপক সমস্যায় পড়েছেন। এ দিন রেল স্টেশনে নতুন করে হামলা না হলেও লালগোলা এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। আতঙ্কে গৃহবন্দি প্রচুর মানুষ।