ক্রমশ বৃদ্ধি পাচ্ছে প্রয়োজনীয় দ্রব্যের দাম। সেই তালিকায় রয়েছে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাস। এই মূল্যবৃদ্ধির প্রতিবাদেই মিছিলের ডাক দিল তৃণমূল। কলকাতার একাধিক জায়গায় হবে এই মিছিল। উত্তর থেকে দক্ষিণের একাধিক জায়গায় মিছিল হবে। সাংবাদিক বৈঠকে জানালেন পার্থ চট্টোপাধ্যায়। ২০ ও ২১ ফেব্রুয়ারি, দু'দিন ধরে হবে মিছিল। তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বেও চলবে বিক্ষোভ। বিভিন্ন পেট্রলপাম্পের সামনে তাঁরা বিক্ষোভ দেখাবেন।