খড়্গপুরে বিজেপির থানা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে ব্যপক উত্তেজনা। বিক্ষোভ তুলতে গেলে পুলিশের সঙ্গে বেধে যায় খন্ডযুদ্ধ। পরে ঝামেলা ধস্তাধস্তির রূপ নেয়। ঘটনায় বেশকিছু বিজেপি কর্মী সমর্থকদের আটক করে টাউন থানার পুলিশ। প্রসঙ্গত, মঙ্গলবার খড়্গপুর শহর থেকে এক বিজেপি কর্মীকে গ্রেফতার করে খড়্গপুর টাউন থানার পুলিশ। বুধবার তারই প্রতিবাদে টাউন থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। তাদের দাবি পুলিশ মিথ্যা মামলায় গ্রেফতার করেছে ওই বিজেপি কর্মীকে৷ তাই অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে৷ এই দাবি নিয়েই খড়্গপুর টাউন থানার সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে বিজেপির পুরুষ ও মহিলা কর্মীরা৷ খড়্গপুর টাউন থানার পুলিশ তাদের সরানোর চেষ্টা করলে ঝামেলা থেকে শুরু হয় ধস্তাধস্তি৷ পরে কয়েকজন বিজেপি কর্মীকে আটকও করে পুলিশ।