পানিহাটির কাউন্সিলরকে গুলি করে খুন, ঘটনার মুহূর্তের সিসিটিভি ফুটেজ ভাইরাল

গুলিবিদ্ধ হয়ে মৃত পানিহাটির কাউন্সিলর অনুপম দত্ত। রবিবার উত্তর ২৪ পরগনার পানিহাটিতে ঘটে এই ঘটনা। কাউন্সিলর অনুপম দত্ত-র মাথা লক্ষ্য করে গুলি। ঘটনার মুহূর্তের সিসিটিভি ফুটেজ ভাইরাল। 

গুলিবিদ্ধ হয়ে মৃত পানিহাটির কাউন্সিলর অনুপম দত্ত। রবিবার উত্তর ২৪ পরগনার পানিহাটিতে ঘটে এই ঘটনা। কাউন্সিলর অনুপম দত্ত-র মাথা লক্ষ্য করে গুলি। ঘটনার মুহূর্তের সিসিটিভি ফুটেজ ভাইরাল। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে চলে গুলি। ঘটনার সময় স্কুটারে বসে ছিলেন অনুপম দত্ত। গুলি লাগতেই স্কুটার থেকে পড়ে যান তিনি। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে স্কুটারে বসে রয়েছেন কাউন্সিলর অনুপম দত্ত। হঠাৎই পিছন থেকে এসে দাঁড়ান এক ব্যক্তি। নীল পোশাক পরা এক ব্যক্তিকে দেখা যায় তাঁর ঠিক পিছনে এসে দাঁড়াতে। এরপর কেউ কিছু বুঝে ওঠের আগেই ওই ব্যক্তি বন্দুক বের করে তাঁকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এরপরই মাটিতে লুটিয়ে পড়েন অনুপম। সেখান থেকে তাঁকে এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যেই এই ঘটনায় অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে।
 

02:39‘চিন্ময় কৃষ্ণকে আমি মুক্ত করবোই’ নির্ভীক বাংলাদেশী আইনজীবী রবীন্দ্র ঘোষের চরম প্রতিশ্রুতি02:22জঙ্গি গ্রেফতারির পর কড়া নজিরদারি ক্যানিং-এ! পেশ করা হলো হোটেল মালিকদের জন্য নতুন নিয়ম05:09Fake Passport : জালে পুরনো পাপী! জাল পাসপোর্ট পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে! দেখুন02:24হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু06:12‘২৬-এ মমতাকে বিদায়!’ মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানানোর শপথ শুভেন্দুর05:20‘পশ্চিমবঙ্গে উত্তরপ্রদেশের মতো সুশাসন দেবে বিজেপি’ সনাতনী হিন্দুদের প্রতিশ্রুতি শুভেন্দুর, দেখুন04:08Suvendu Adhikari : 'ওদের লেজ কখনও সোজা হয় না' কেন বললেন শুভেন্দু! দেখুন বুঝে যাবেন02:56বিস্ফোরক অভিযোগ অগ্নিমিত্রার! মমতার বিরুদ্ধে আরজি কর কাণ্ডের প্রমাণ লোপাটের সরাসরি তোপ08:54বাংলাদেশে এবার খ্রিষ্টানদের বড়দিনের অনুষ্ঠানে হামলা, দেখুন এই ইস্যতে কী বললেন শুভেন্দু02:24Bangladesh : বাংলাদেশের হুমকি! হেসেই উড়িয়ে দিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা