দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মদন মিত্র। ৪০ বছর পর আবার বিয়ের পিঁড়িতে বসছেন তিনি। এদিন নিজের মুখেই জানালেন মদন মিত্র। এখন আমার কোনও কাজ নেই, বললেন মদন। দুটো বউ না হলে চলছে না তাই বিয়ে করছেন মদন মিত্র। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন এমনটাই বললেন তিনি।
দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মদন মিত্র। ৪০ বছর পর আবার বিয়ের পিঁড়িতে বসছেন তিনি। এদিন নিজের মুখেই জানালেন মদন মিত্র। এখন আমার কোনও কাজ নেই, বললেন মদন। দুটো বউ না হলে চলছে না তাই বিয়ে করছেন মদন মিত্র। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন এমনটাই বললেন তিনি। দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মদন মিত্র। তৃণমূলের অন্দরে যখন প্রবল দ্বন্দ্ব, তাঁকে নিয়েও যখন বেজায় অস্বস্তিতে দল, সেই সময় সম্পূর্ণ ভিন্ন পথে হেঁটে ফের নাকি বিয়ে করতে চলেছেন মদন। এমনটাই জানিয়েছেন তিনি। তা-ও আবার দামি পাঞ্জাবী পরে দামি গাড়ি চরে। বিয়েটা হচ্ছে তার স্ত্রীয়ের সাথেই এবং বিয়ে হল কালীঘাট কেয়া সেটের শোরুমে। তবে সবটাই যে মজা করেই বলেছেন তা বেশ বোঝা গিয়েছে তার কথা শুনেই। এমনকি তিনি এও বলেন রাজনীতিকে বিয়ে করেছেন তিনি।