বৃহস্পতিবার হাওড়ায় ছিল প্রশাসনিক বৈঠক। এদিন বেশ খোশ মেজাজেই ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়া উত্তরের বিধায়ক গৌতম চৌধুরীর নিজের পরিচয় দিতেই রেগে যান মমতা। জনসমক্ষেই ধমক দিয়ে বসেন তাঁকে।
বৃহস্পতিবার হাওড়ায় ছিল প্রশাসনিক বৈঠক। এদিন বেশ খোশ মেজাজেই ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়া উত্তরের বিধায়ক গৌতম চৌধুরীর নিজের পরিচয় দিতেই রেগে যান মমতা। জনসমক্ষেই ধমক দিয়ে বসেন তাঁকে। 'রাস্তায় বসে গেছ খালি গায়ে, এ আবার কী!'ধমক মমতার। 'তৃণমূলের একটা কালচার আছে', এও বলেন মমতা। এদিন তবে মানুষের পাশে থাকার কথাও তাঁকে বলেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, বৃহস্পতিবার হাওড়া জেলার শরৎ সদনে ছিল এডমিনিষ্ট্রটিভ বৈঠক। সেখানে গিয়েই হাওড়া উত্তরের বিধায়ক গৌতম চৌধুরীকে ধমক দেন তিনি। গৌতম চৌধুরীকে সরাসরি মমতা বলেন, "রাস্তায় বসে গেছ খালি গায়ে, এ আবার কী! মনে রাখবে, এসব করে একদিন টিভিতে দেখা যায় কিন্তু মানুষ ৩৬৫ দিন মনে রাখে। এটা তৃণমূলের সংস্কৃতি নয়"।সেখানে জেলার সমস্ত দফতরের থেকে তাদের কাজের খতিয়ানও চান তিনি।