'পথের কাঁটা পেরিয়ে পৌঁছিয়ে যাব লক্ষ্যে' গানের সুরে নয়া ইঙ্গিত প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লার। সম্প্রতি একটি গানের ভিডিও তিনি পোস্ট করেন ফেসবুকে। ফেসবুকে এই পোস্ট টি করেন প্রাক্তন ক্রীড়া প্রতি মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লার ব্যক্তিগত সচিব প্রীতম দেব। তার সাথে ওই ভিডিও তে লেখা হয়েছে চলার পথে কোনো ভুল মোড় হয় না। শুধু রাস্তা হয় যা হয়তো আমরা চিনি না। তাই সামনের সারিতে দাঁড়িয়েই জীবনকে নেতৃত্ব দিতে হয়। আর এই পোস্ট ঘিরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা। কিছুদিন আগেই মন্ত্রীত্ব পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। আর তার পরেই এমন পোস্ট নতুন করে রাজনৈতিক জল্পনার সৃষ্টি করেছে। তিনি বিজেপিতে যোগ দিতে পরেন। এমন আশাঙ্কার কথাও শোনা যাচ্ছে অনেকের মুখেই।