পুরসভা ভোটে বিজেপির জয় নিয়ে আশাবাদী দিলীপ ঘোষ। 'লোকে ঠিক করে নিয়েছে বিজেপি-কে জেতাবে', বললেন দিলীপ। সাধারণ মানুষ বিজেপির সঙ্গেই আছেন, বললেন দিলীপ। আনিস খান-এর মৃত্যু নিয়েও একাধিক মন্তব্য করতে শোনা গেল তাঁকে। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্নও ছুঁড়েদেন দিলীপ।
বুধবার সকালে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল পাঁশকুড়া বাসস্ট্যান্ডে চা চক্র সারেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। পরে ঘাটাল পৌরসভার ১৩ নম্বর ও ১৪ নম্বর ওয়ার্ডে কর্মীদের নিয়ে প্রচার শুরু করবেন সকাল থেকেই। চা চক্রতে আনিস খান ইস্যুতে মন্তব্য করেন দিলীপ ঘোষ। এছাড়াও পুরভোট নিয়ে আশাবাদী দিলীপ ঘোষ জানান, বিজেপির জয় নিশ্চিত। পুরসভা ভোটে বিজেপির জয় নিয়ে আশাবাদী দিলীপ ঘোষ। 'লোকে ঠিক করে নিয়েছে বিজেপি-কে জেতাবে', বললেন দিলীপ। সাধারণ মানুষ বিজেপির সঙ্গেই আছেন, বললেন দিলীপ। 'হরিয়ানা তে কোন সংখ্যালঘু খুন হলে এখানে বন্ধ হয়, রাস্তায় বেরিয়ে পড়েন অনেকে। এখনে উনি ও ওনার বিপ্লবী ভাইরা কোথায়? ওনা সরকার আজকে সংখ্যালঘুকে খুন করেছে। পুলিশ দিয়ে খুন করা হয়েছে এভাবে। প্রতিবাদ করলেই এভাবে রাজনৈতিক খুন করা হবে। আমাদের দুশোজনকে এভাবে হত্যা করা হয়েছে তখন কেউ প্রতিবাদে রাস্তায় বের হয়নি। এখন সংখ্যালঘুকে খুন করা হয়েছে বলে কিছু লোক রাস্তায় বেরিয়ে পড়েছেন। যারা সংখ্যালঘুদের সবথেকে বেশি হিতাকাঙ্খী সেই টিএমসি আজকে বের হয়নি কেন। সকলকে ভোটার বানিয়ে রেখেছে। প্রতিবাদ করলেই এই অবস্থা হবে।'