শিলিগুড়িতে রঞ্জন শীল শর্মার সমর্থনে বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রায় প্রচার চালালেন তৃণমূলের সভানেত্রী পাপিয়া ঘোষ। শিলিগুড়ির ৩৬নম্বর ওয়ার্ডের প্রার্থী রঞ্জন শীল শর্মা। বুধবার তাঁর হয়েই প্রচার চালালেন পাপিয়া ঘোষ। শোভাযাত্রায় দেখা গেল মহিলা ঢাকি এবং বৃহন্নলাদের।
১২ ফেব্রুয়ারি রয়েছে শিলিগুড়ি পুর নিগমের নির্বাচন। শিলিগুড়িতে জোর কদমে চলেছে তার প্রস্তুতি। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এখন সেখানে। মঙ্গলবার ছিল মনোনয়ন পেশের শেষ দিন। জেলায় জেলায় সকাল থেকেই দেখা যায় মনোনয়ন পেশের ছবি। মঙ্গলবার আসন্ন শিলিগুড়ি পুর নির্বাচন উপলক্ষে শিলিগুড়ির ৩৬নম্বর ওয়ার্ডে প্রচার করলেন দার্জিলিং জেলা তৃণমূলের সভানেত্রী পাপিয়া ঘোষ। ৩৬নম্বর ওয়ার্ডের প্রার্থী রঞ্জন শীল শর্মার সমর্থনে এক বর্ণাঢ্য শোভাযাত্রাও করেন তিনি। বিশেষ শোভাযাত্রার আয়োজন ছিল সেখানে। এদিনের এই মিছিলে অংশগ্রহণ করেন মহিলা ঢাকি সহ বৃহন্নলারা। ৩৬ নম্বর ওয়ার্ড পরিদর্শন করে মিছিলটি। প্রসঙ্গত, আর কিছু সময়ের অপক্ষা তারপরেই রয়েছে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় ভোট। জোর কদমে জেলায় জেলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মঙ্গলবার চলে মনোনয়ন পেশ। এই পুরোভোটের দিকেই নজর রয়েছে বঙ্গের সাধারণ মানুষের। ১২ ফেব্রুয়ারি রয়েছে শিলিগুড়ি পুর নিগমের নির্বাচন তারই এক বর্ণাঢ্য শোভাযাত্রা এদিন দেখা গেল।